Friday, September 20, 2024
Google search engine
HomeUncategorizedআবারও ফেসবুকে সমস্যা | বিজ্ঞান-প্রযুক্তি

আবারও ফেসবুকে সমস্যা | বিজ্ঞান-প্রযুক্তি


সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে আবারও সমস্যা দেখা দিয়েছে। বুধবার (২০ মার্চ) বাংলাদেশ সময় রাত ৯টার পর থেকে ফেসবুক পেজ এবং প্রোফাইলের কাভার ফটো দেখা যাচ্ছে না। এ ছাড়া, ফেসবুক সার্চ রেজাল্টও ‘খালি’ দেখাচ্ছে। 

অর্থাৎ, আগে যেসব সেসব প্রোফাইল বা পেজ অনুসন্ধান করা হয়েছিল সেগুলো মুছে গেছে।

এদিকে, ফেসবুকে পোস্ট দিয়ে অনেক ব্যবহারকারী এই সমস্যার কথা জানিয়েছেন। ফেসবুকের পক্ষ থেকে এ ব্যাপারে এখন পর্যন্ত কোনও কিছু জানানো হয়নি।

এর আগে, গত ৫ মার্চ বিশ্বজুড়ে ফেসবুক পুরোপুরি বন্ধ হয়ে যায়। ওই সময় লগইন করা আইডিগুলো স্বয়ংক্রিয়ভাবে লগআউট হয়ে যায়। এতে উদ্বিগ্ন হয়ে পড়েন অনেকে। বেশিরভাগ মানুষ ভয় পেয়ে যান এই ভেবে যে তাদের আইডি হ্যাকিংয়ের শিকার হয়েছে।

বিশ্বজুড়ে এ নিয়ে তুমুল হইচই শুরু হলে তখন ফেসবুক বন্ধ হওয়ার কারণ আনুষ্ঠানিকভাবে জানায় এটির পেরেন্ট কোম্পানি মেটা।



RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments