Thursday, September 19, 2024
Google search engine
HomeUncategorizedইফতার পার্টিতে নিষেধাজ্ঞার প্রতিবাদে জাবিতে মানববন্ধন

ইফতার পার্টিতে নিষেধাজ্ঞার প্রতিবাদে জাবিতে মানববন্ধন


নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (নোবিপ্রবি) ও শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) ইফতার পার্টির ওপর নিষেধাজ্ঞার প্রতিবাদে মানববন্ধন করেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) শিক্ষার্থীরা।

মঙ্গলবার (১২ মার্চ) বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে তারা এ প্রতিবাদী কর্মসূচি পালন করেন। 

মানববন্ধনে বাংলা বিভাগের শিক্ষার্থী মশিউর সা’দ বলেন, একটা ইফতার পার্টিতে আসলে কত টাকা খরচ হয়? বিশ্ববিদ্যালয়ের বাজেটে দুই হাজার টাকার যে চেয়ার ২২ হাজার টাকায় কেনা হয়, তা নিষিদ্ধ করুন। আপনারা বিশ্ববিদ্যালয়ে মদ, গুটি চালান এবং ইয়াবা নিষিদ্ধ করুন। মদ, গাঁজা, ইয়াবা, হিরোইন এগুলো সব চলে। কিন্তু ইফতার পার্টিতে টাকা বাঁচানোর অজুহাত দিয়ে তা নিষিদ্ধ করে কাদের খুশি করতে চাওয়া হয়, তা আমাদের জানা নেই।

আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের শিক্ষার্থী মেহেদি হাসান বলেন, রমজানে মুসলিমদের জন্য সেহরি ও ইফতার গুরুত্বপূর্ণ। আমাদের এই অসাম্প্রদায়িক দেশে কেনো বারবার ইসলামের উপর আঘাত আসে? অন্যান্য ধর্মাবলম্বীরা নির্বিঘ্নে তাদের ধর্মপালন করলেও বারবার ইসলাম ধর্মের বেলায় বাধা আসে। কিছুদিন আগে সাস্ট মহাসমারোহে স্বরস্বতি পূজা পালন করেছে। কিন্তু তারা ইফতার পার্টিতে নিষেধাজ্ঞা দিচ্ছে। কাদের প্রেসক্রিপশনে এই ধরনের নির্দেশনা আসে আমরা বুঝতে পারি। দেশকে স্বাধীন করা হয়েছে অন্যদেশের প্রেসক্রিপশনে চালানোর জন্য নয়।

এ প্রতিবাদী মানববন্ধনে জাবির বিভিন্ন বিভাগের অর্ধশতাধিক শিক্ষার্থী উপস্থিত ছিলেন।



RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments