Thursday, September 19, 2024
Google search engine
HomeUncategorizedএখনও জয়ের ভাবনায় বাংলাদেশ! | খেলাধুলা

এখনও জয়ের ভাবনায় বাংলাদেশ! | খেলাধুলা


চট্টগ্রামে শ্রীলঙ্কার রানের পাহাড়ে চাপা বাংলাদেশ। সবকটি উইকেট হারিয়ে প্রথম ইনিংসে ৫৩১ রান করেছে লঙ্কানরা। দুই দিনে সাড়ে পাঁচ সেশন ব্যাটিং করে শ্রীলঙ্কা রীতিমত উড়েছে। যার পেছনে রয়েছে বাংলাদেশের ফিল্ডারদের অবদান।

অতিথিদের অলআউটের আগে বাংলাদেশের ফিল্ডাররা ৮ ক্যাচ ছেড়েছেন। সঙ্গে আছে রানআউট হাতছাড়া করার আক্ষেপও। বাংলাদেশ শেষ দেড় ঘণ্টায় ব্যাটিং করেছে ১৫ ওভার। ১ উইকেটে ৫৫ রান নিয়ে দিন শেষ করেছে। এখনও পিছিয়ে আছে ৪৭৬ রানে।

আগের টেস্টে দুই ইনিংসে একবারও দুই’শ করতে না পারা বাংলাদেশের মাথার ওপরে ফলোঅনের শঙ্কাও রয়েছে। এই টেস্ট বাঁচাতে হলে এখন ব্যাটসম্যানদের দায়িত্ব নিতে হবে। বাংলাদেশ শিবিরের আশা ব্যাটসম্যানরা দায়িত্ব নিয়ে দলকে ভালো কিছুই উপহার দেবে।

এখনও জয়ের আশা ছাড়েনি এমন কথাও বলেছেন ব্যাটিং কোচ হেম্প, ‘আমরা এখনো জেতার কথা চিন্তা করেই খেলছি। শুনতে হয়তো অদ্ভুত লাগছে। কারণ, আমরা ৪৮০ রানে (আসলে ৪৭৬) পিছিয়ে আছি। তবে আপাতত আমাদের আগামীকালের দিনটা পার করতে হবে। যদি তা করতে পারি, আমরা পরের দিনটাও সামলে নেব। যদি তা করতে পারি, তাহলে যেকোনো কিছুই হতে পারে। প্রথমত, আমাদের আগামীকালের তিন সেশন জিততে হবে।’

হেম্প আগামীকালের সকালের সেশনকে সবচেয়ে কঠিন বলছেন। জাকির  ও তাইজুল দিন শেষ করেছেন। নতুন দিনের সকাল সামলে নিতে পারলে সামনে ব্যাটসম্যানরা ভালো কিছুই করবেন বলে বিশ্বাস হেম্পের, ‘নতুন বল সব সময় হুমকির। ছেলেরা এ নিয়ে যথেষ্ট অনুশীলন করছে। কী ভালো সিদ্ধান্ত নিচ্ছি? রান করার সুযোগগুলো নিতে পারছি? পা সামনে বা পেছনে যাচ্ছে তো? উইকেট অনুযায়ী ব্যাটিং করতে পারছি? খেলাটা সব সময়ই বদলাচ্ছে। আমাদের নিজেদের পারফরম্যান্সে সততার সঙ্গে দৃষ্টি দিতে হবে এবং খেলাটাকে সামনে এগিয়ে নিতে হবে।’



RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments