Friday, September 20, 2024
Google search engine
HomeUncategorizedইন্দোনেশিয়ায় সামরিক গোলাবারুদের ডিপোতে বিস্ফোরণ

ইন্দোনেশিয়ায় সামরিক গোলাবারুদের ডিপোতে বিস্ফোরণ


ইন্দোনেশিয়ার রাজধানীর বাইরে একটি সামরিক গোলাবারুদ ডিপোতে বড় বিস্ফোরণের ঘটনা ঘটেছে। শনিবার জাকার্তার উপকণ্ঠে বেকাসি এলাকার এ ঘটনায় তাৎক্ষনিকভাবে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি বলে জানিয়েছে রয়টার্স।

সামরিক কর্মকর্তা মোহাম্মদ হাসান ঘটনাস্থলে সাংবাদিকদের বলেন, মেয়াদোত্তীর্ণ গোলাবারুদ সংরক্ষণের জন্য ব্যবহৃত ডিপোর একটি অংশে আগুন লেগেছিল।

তিনি বলেন, ‘আমরা অবস্থান, আশেপাশের এলাকা পরীক্ষা করেছি, সেখানে কোন প্রাণহানির ঘটনা ঘটেনি। মেয়াদ শেষ হয়ে যাওয়া গোলাবারুদগুলিতে রাসায়নিক রয়েছে যা বিস্ফোরিত হতে পারে… কিছুর ঘর্ষণ হয়ে থাকতে পারে যা আগুনের সূত্রপাত ঘটিয়েছিল।’

স্থানীয় নেটওয়ার্ক কম্পাস টিভির সম্প্রচারিত ফুটেজে দেখা গেছে, রাতের আকাশে কমলা রঙের শিখা এবং ধোঁয়ার মেঘ উড়ছে। ওই সময় বেশ কয়েক কিলোমিটার (মাইল) দূর থেকে বিকট বিস্ফোরণের শব্দ শোনা গিয়েছে।



RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments