Thursday, September 19, 2024
Google search engine
HomeUncategorizedমালয়েশিয়ায় স্বাধীনতা দিবস উদযাপন | প্রবাস

মালয়েশিয়ায় স্বাধীনতা দিবস উদযাপন | প্রবাস


মালয়েশিয়ায় বাংলাদেশ হাইকমিশনে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপর করা হয়েছে। 

মঙ্গলবার (২৬ মার্চ) হাইকমিশনে দিবসটি উপলক্ষে নানা আয়োজন করা হয়। আয়োজনের প্রথম পর্বে সকালে মালয়েশিয়ায় নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার মো. শামীম আহসান প্রবাসী বাংলাদেশি এবং হাইকমিশনের কর্মকর্তা-কর্মচারীদের উপস্থিতিতে আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন করেন। এর পর তিনি উপস্থিত সকলকে নিয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান।

আয়োজনের দ্বিতীয় পর্বে অন্যান্য কর্মসূচির মধ্যে ছিল— স্বাধীনতা দিবস উপলক্ষে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রীর বাণী পাঠ; প্রামাণ্যচিত্র প্রদর্শনী, আলোচনা সভা ও বিশেষ মোনাজাত।

অনুষ্ঠানের মূল আলোচনা পর্বে হাইকমিশনার মো. শামীম আহসান তার বক্তব্যের শুরুতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং মহান মুক্তিযুদ্ধের সকল শহিদকে সশ্রদ্ধচিত্তে স্মরণ করেন এবং ঐতিহাসিক এ দিনটির প্রেক্ষাপট ও তাৎপর্য তুলে ধরেন।  

অনুষ্ঠানে মালয়েশিয়ায় বসবাসরত বাংলাদেশি, সাংবাদিক এবং হাইকমিশনের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।



RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments