Thursday, September 19, 2024
Google search engine
HomeUncategorizedপশ্চিম তীরে ৩ দশকের মধ্যে সবচেয়ে বেশি জায়গা দখল করলো ইসরায়েল

পশ্চিম তীরে ৩ দশকের মধ্যে সবচেয়ে বেশি জায়গা দখল করলো ইসরায়েল


অধিকৃত পশ্চিম তীরের ৮০০ হেক্টর জমি বাজেয়াপ্ত করেছে ইসরায়েল। শুক্রবার ইসরায়েলি কর্তৃপক্ষ এ তথ্য জানিয়েছে। এর মাধ্যমে পশ্চিম তীরে গত কয়েক দশকের মধ্যে সবচেয়ে বেশি জমি দখল করলো ইসরায়েল।

ইসরায়েলের অর্থমন্ত্রী বেজালেল স্মোট্রিচ উত্তর জর্ডান উপত্যকার এলাকাটিকে ‘রাষ্ট্রীয় ভূমি’ হিসাবে ঘোষণা করেছেন।

ইসরায়েলি বসতি স্থাপন পর্যবেক্ষণ সংস্থা পিস নাউ জানিয়েছে, ১৯৯৩ সালের অসলো চুক্তির পর এবার জব্দকৃত এলাকার আয়তন সবচেয়ে বড় এবং ‘রাষ্ট্রীয় ভূমি ঘোষণার ক্ষেত্রে ২০২৪ সাল চূড়ায় আরোহনকে ইঙ্গিত করছে।’

১৯৬৭ সালের আরব-ইসরায়েল যুদ্ধে ইসরায়েল পশ্চিম তীর, পূর্ব জেরুজালেম এবং গাজা উপত্যকা দখল করে।

স্মোট্রিচ বলেছেন, ‘যদিও ইসরায়েল ও বিশ্বে এমন কিছু লোক আছে যারা জুডিয়া ও সামারিয়া অঞ্চল এবং সাধারণভাবে দেশটির উপর আমাদের অধিকারকে ক্ষুণ্ন করতে চায়, এরপরও আমরা কঠোর পরিশ্রমের মাধ্যমে ও কৌশলগতভাবে সারা দেশে বসতি স্থাপনের প্রচার করছি।’

প্রসঙ্গত, ফিলিস্তিনি ভূখণ্ডে বসতি স্থাপন আন্তর্জাতিক আইনে অবৈধ। তবে ইসরায়েল কোনো কালেই আন্তর্জাতিক আইনের তোয়াক্কা করেনি।



RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments