Thursday, September 19, 2024
Google search engine
HomeUncategorizedকারাগার থেকে মুক্তি পেলেন ঢাকা টাইমসের সম্পাদক

কারাগার থেকে মুক্তি পেলেন ঢাকা টাইমসের সম্পাদক


ঢাকা টাইমসের সম্পাদক আরিফুর রহমান দোলন ১৬ দিন কারাভোগের পর জামিনে মুক্তি পেয়েছেন। বৃহস্পতিবার (২১ মার্চ) কেরানীগঞ্জের ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে মুক্তি পান তিনি। 

ঢাকা কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার (ভারপ্রাপ্ত) সুভাষ কুমার ঘোষ বলেছেন, আদালত থেকে পাওয়া জামিননামার কাগজপত্র যাচাই-বাছাই করে তাকে মুক্তি দেওয়া হয়েছে।

এর আগে বুধবার (২০ মার্চ) ঢাকা মহানগর দায়রা জজ আদালতের বিচারক মোহাম্মদ আসসামছ জগলুল হোসেন আরিফুর রহমান দোলনের জামিন মঞ্জুর করেন। একই আদালত গত ৫ মার্চ তাকে কারাগারে পাঠিয়েছিলেন। 

আরিফুর রহমান দোলনের আইনজীবী শেখ বাহারুল ইসলাম বলেছেন, যে মামলায় দোলনকে কারাগারে পাঠানো হয়েছে, আইনত সেই মামলার আসামিই তিনি নন। তিনি রাজনৈতিক প্রতিহিংসার শিকার। বিস্ময়কর হলো, মানিলন্ডারিং মামলায় পর্যাপ্ত তথ্য-প্রমাণ ছাড়া শুধু একজন আসামির জবানবন্দিতে কারও নাম উচ্চারণ হলেই সেই নামকেও অভিযোগপত্রে আনার রেকর্ড নেই। 



RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments