Friday, September 20, 2024
Google search engine
HomeUncategorizedববির নটরডেমিয়ান সোসাইটির নেতৃত্বে রাজু-মিসবাহ

ববির নটরডেমিয়ান সোসাইটির নেতৃত্বে রাজু-মিসবাহ


বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) নটরডেমিয়ান সোসাইটির কমিটি গঠন করা হয়েছে। এতে সভাপতি হয়েছেন বিশ্ববিদ্যালয়ের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের মার্কেটিং বিভাগের শিক্ষার্থী রাজু মোল্লা ও সাধারণ সম্পাদক হয়েছেন ২০১৯-২০ শিক্ষাবর্ষের মৃত্তিকা ও পরিবেশ বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী মিসবাহ উদ্দিন সিফাত।

বুধবার (২০ মার্চ) উপদেষ্টাগণ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ কমিটি ঘোষণা করা হয়।

নবনিযুক্ত সভাপতি রাজু মোল্লা জানান, আমি চাই বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত সব নটরডেমিয়ানদের সমস্যা ও সংকট মোকাবেলা করে যেকোনো প্রয়োজনে তাদের পাশে থাকতে। সর্বোপরি নৈতিকতার বলে বলিয়ান হয়ে আদর্শ মানুষ হওয়ার জন্য উৎসাহিত করা।

নটরডেমিয়ান সোসাইটির প্রধান উপদেষ্টা হিসেবে রয়েছেন ববি উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ বদরূজ্জামান ভূঁইয়া। অন্যান্য উপদেষ্টারা হলেন- গণিত বিভাগের সহযোগী অধ্যাপক ড. মো. শফিউল আলম, সমাজবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক ড. তারেক মাহমুদ আবীর, আইন বিভাগের সহকারী অধ্যাপক মো. সাদেকুর রহমান, বাংলা বিভাগের সহকারী অধ্যাপক উন্মেষ রায় ও গণযোগাযোগ সাংবাদিকতা বিভাগের চেয়ারম্যান ইমরান হোসাইন।

উল্লেখ্য, ঢাকার নটরডেম কলেজের শিক্ষার্থী যারা বরিশাল বিশ্ববিদ্যালয়ে অধ্যয়ন করছেন বা শিক্ষকতা করছেন তাদের সমন্বয়ে গঠিত হয় নটরডেমিয়ান সোসাইটি।



RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments