Friday, September 20, 2024
Google search engine
HomeUncategorizedমৌলভীবাজারে সড়ক দুর্ঘটনায় নারী চা শ্রমিকের মৃত্যু

মৌলভীবাজারে সড়ক দুর্ঘটনায় নারী চা শ্রমিকের মৃত্যু


মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার কানিহাটি চা বাগানে কাজ শেষে বাড়ি ফেরার পথে প্রাইভেটকার চাপায় কুঞ্জ বালা মৃধা (৫০) নামে এক নারী চা শ্রমিকের মৃত্যু হয়েছে। 

শুক্রবার (১৫ মার্চ) বিকেল সাড়ে ৪টার দিকে উপজেলার শমশেরনগর-চাতলাপুর সড়কের ক্যামেলিয়া হাসপাতালের কাছে দুর্ঘটনাটি ঘটে। নিহত কুঞ্জ বালা বাগানের অফিস লাইনের বাসিন্দা ও রতন মৃধার স্ত্রী।

দুর্ঘটনার খবর জানতে পেরে কানিহাটি চা বাগানের সাধারণ শ্রমিকরা শমশেরনগর-চাতলাপুর শুল্ক স্টেশন সড়কে আগুন জ্বালিয়ে অবরোধ করেন। রাত ৯টা পর্যন্ত সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন শ্রমিকরা। রাত ৯টার পরে কমলগঞ্জ উপজেলা চেয়ারম্যান অধ্যাপক মো. রফিকুর রহমান, উপজেলা নির্বাহী কর্মকর্তা জয়নাল আবেদীন, কমলগঞ্জ থানার ওসি সাইফুল ইসলামসহ পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে ২৪ ঘণ্টার মধ্যে আসামি গ্রেপ্তার ও নিহতের পরিবারকে ক্ষতিপূরণ দেয়ার আশ্বাসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।

শ্রমিকরা বলেন, ওই এলাকায় দ্রুত কয়েকটি স্পিড ব্রেকার নির্মাণ ও দায়ী ব্যক্তিকে আইনের আওতায় এনে শাস্তির ব্যবস্থা করতে হবে।

বিষয়টি নিশ্চিত করে কমলগঞ্জ থানার ওসি (তদন্ত) আব্দুর রাজ্জাক বলেন, সড়ক দুর্ঘটনায় এক নারী শ্রমিক নিহত ও রাস্তা অবরোধের খবর জানার পর কমলগঞ্জ উপজেলা চেয়ারম্যান অধ্যাপক মো: রফিকুর রহমান, উপজেলা নির্বাহী অফিসার জয়নাল আবেদীন, কমলগঞ্জ থানার ওসি সাইফুল ইসলামসহ পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করেন।

তিনি আরও বলেন, গাড়িসহ গাড়ি চালক পলাতক রয়েছে। তাকে আটকের চেষ্টা চলছে।

 



RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments