Thursday, September 19, 2024
Google search engine
HomeUncategorizedজলদস্যুদের হাতে জিম্মি সালেহ আহমদকে ফেরত চায় পরিবার

জলদস্যুদের হাতে জিম্মি সালেহ আহমদকে ফেরত চায় পরিবার


সোমালিয়ার জলদস্যুদের কবলে পড়া বাংলাদেশি মালিকানাধীন জাহাজ এমডি আব্দুল্লাহর ২৩ নাবিকের মধ্যে নোয়াখালীর দুই জন রয়েছেন। তাদের একজন হলেন, কোম্পানীগঞ্জ উপজেলার রামপুর গ্রামের আজিজুল হক মাস্টারের ছেলে আনোয়ারুল হক রাজু (২৭)। অপর জিম্মি হলেন, চাটখিল উপজেলার সিংবাহুড়া গ্রামের মোহাম্মদ সালেহ আহমদ। তিনি জাহাজের ফাইটার পদে কর্মরত। সালেহ ওই গ্রামের মৃত সাখায়াত উল্যার ছেলে। পরিবারের চার ভাই ও এক বোনের মধ্যে সবার বড় সালেহ আহমদ।

জিম্মি হওয়ার পর থেকে সালেহ আহমদের পরিবার উৎকণ্ঠার মধ্য রয়েছেন। তিনি তিন কন্যা সন্তানের জনক।

সালেহ আহমদের স্ত্রী তানিয়া আক্তার জানান, বুধবার (১৩ ফেব্রুয়ারি) সকাল ৭টার দিকে অপহৃত সালেহ অজ্ঞাতনামা নম্বর থেকে ফোন করেন। প্রায় দুই মিনিট কথা হয়। তিনি তার জন্য দোয়া করার জন্য সকলকে অনুরোধ করেছেন। সালেহকে অক্ষতভাবে উদ্ধারের জন্য সরকারের প্রতি আবেদন জানিয়েছেন তার পরিবারের সদস্যরা।

মঙ্গলবার (১২ ফেব্রুয়ারি) ভারত মহাসাগরে বাংলাদেশি পতাকাবাহী জাহাজ এমভি আবদুল্লাহ ২৩ জন বাংলাদেশি নাবিকসহ সোমালিয়ান জলদস্যুদের হাতে জিম্মি হয়। প্রায় ৫০ জন সশস্ত্র জলদস্যু জাহাজে উঠে নাবিকদের জিম্মি করে। 
 



RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments