Thursday, September 19, 2024
Google search engine
HomeUncategorizedমালদ্বীপ থেকে সেনা প্রত্যাহার শুরু ভারতের

মালদ্বীপ থেকে সেনা প্রত্যাহার শুরু ভারতের


মালদ্বীপ থেকে সেনা প্রত্যাহার শুরু করেছে ভারত। মঙ্গলবার মালদ্বীপের দৈনিক মিহারুর বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে এনডিটিভি অনলাইন।

মালদ্বীপের সাবেক প্রেসিডেন্ট মোহাম্মদ নাশিদের সম্মতিতে দেশটিতে ৮৯ জন সেনা মোতায়েন করেছিল ভারত। চীনের তৎপরতার ওপর নজরদারি ছিল এই সেনা মোতায়েনের মূল উদ্দেশ্য। তবে ভারতীয় সেনাদের উপস্থিতিকে মালদ্বীপের স্বাধীনতা ও সার্বভৌমত্বের পরিপন্থী হিসেবে উল্লেখ করে এর বিরুদ্ধে জনমত গড়ে তোলেন দেশটির চীনপন্থী রাজনীতিবিদ মোহাম্মদ মুইজ্জু। গত সেপ্টেম্বরে প্রেসিডেন্ট নির্বাচনে জয়ী হওয়ার পর মালদ্বীপ থেকে সেনাদের ফিরিয়ে নিতে ভারতকে আহ্বান জানান তিনি। চলতি বছরের মার্চের মধ্যে সেনাদের ফিরিয়ে নিতে হবে বলে সময়সীমা বেঁধে দেন তিনি। অবশ্য পরে তিনি এই সময়সীমা মে মাস পর্যন্ত বর্ধিত করেন।

দৈনিক মিহারু জানিয়েছে, প্রথম ব্যাচে ২৫ জন সেনাকে প্রত্যাহার করে নেওয়া হয়েছে। বাকিদেরও মার্চ মাস শেষ হওয়ার আগেই ফিরিয়ে আনা হবে। 



RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments