Thursday, September 19, 2024
Google search engine
HomeUncategorizedপটুয়াখালীতে আবারো মহিউদ্দিন মেয়র নির্বাচিত

পটুয়াখালীতে আবারো মহিউদ্দিন মেয়র নির্বাচিত


পটুয়াখালী পৌরসভা নির্বাচনে বর্তমান মেয়র মহিউদ্দিন আহমেদ বেসরকারিভাবে জয়ী হয়েছেন। তিনি ‘জগ’ প্রতীক পেয়েছেন ২০ হাজার ৭১৮ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ডা. মো. শফিকুল ইসলাম ‘মোবাইল’ প্রতীকে পেয়েছেন ৯ হাজার ৬৭৬ ভোট।  

শনিবার (৯ মার্চ) রাতে পটুয়াখালী জেলা নির্বাচন অফিসার ও রিটার্নিং কর্মকর্তা খান আবি শাহানুর খান এতথ্য জানান।

নির্বাচনে মোট পাঁচজন মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা করেন। অন্য প্রার্থীরা ছিলেন- মো. এনায়েত হোসেন (নারিকেল গাছ প্রতীক), আবুল কালাম আজাদ (রেল গাড়ি) ও মো. নাসির উদ্দিন খান (কম্পিউটার)। ৯টি সাধারণ ওয়ার্ডে কাউন্সিলর পদে ৪১ জন ও ৩টি সংরক্ষিত ওয়ার্ডে কাউন্সিলর পদে ১৫ জন প্রার্থী নির্বাচনে অংশ নেন। 

নির্বাচিত হয়ে মহিউদ্দিন আহমেদ বলেন, ‘গত ৫ বছর এই শহর এবং প্রতিটি মানুষের জন্য কাজ করেছি। তাই মানুষ আমাকে জয়ী করেছেন। পটুয়াখালী পৌরবাসীর কাছে কৃতজ্ঞ। আগামী ৫ বছর ইনশাআল্লাহ মানুষের জন্য বরাবরের মতোই কাজ করবো।’ 

পটুয়াখালী জেলা নির্বাচন অফিসার ও রিটার্নিং কর্মকর্তা খান আবি শাহানুর খান বলেন, সকাল থেকে ভোটাররা উৎসব মুখর পরিবেশে ভোট দিয়েছেন। কোথাও বিশৃঙ্খলার খবর পাওয়া যায়নি। বর্তমান মেয়র মহিউদ্দিন আহমেদ ১১ হাজার ৪২ ভোটের ব্যবধানে পুনরায় মেয়র নির্বাচিত হয়েছেন।



RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments